রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী ও রাঙামাটি জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. নরুল ইসলাম র্যালি উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ আদালত চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন, রাঙামাটি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মো. জুনাইদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক এবং রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোখতার আহম্মদ উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. নরুল ইসলাম বলেন, পার্বত্যাঞ্চলের মানুষের সুবিচার নিশ্চিতের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড বিশেষ ভূমিকা রাখছে। মামলা হয়রানিসহ নানা সমস্যা সমাধানে কাজ করছে লিগ্যাল এইড। তিনি সবাইকে আইন ও বিচারের প্রতি আস্থা রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল