মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে ‘শিশুদের ঈদ আনন্দ’ অনুষ্ঠান করা হয়েছে। উদ্দীপ্ত তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ সড়কের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে।
ঈদ উপলক্ষে শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদের নতুন পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী। সংগঠনের সদস্যরা শিশুদের হাতে লাগিয়ে দেন মেহেদী। নানারকম ডিজাইনে রাঙিয়ে তোলা হয় শিশুদের হাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদ্বীপ তালুকদার, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য ও শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক সুদর্শন শীল।
আরও উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার সজল দাশ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি দ্বীপংকর ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এসকে দাশ সুমন, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই