নাটোরে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হুগোলবাড়িয়া এলাকায় ঘটনা ঘটে। মৃত সাহারা বেগম নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর গোবিন্দপুর গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর থানা পুলিশ লাশ উদ্বার করে।
নাটোর সদর থানার এএসআই এনায়েত সরকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা নেবে ।
বিডি প্রতিদিন/এএ