নাটোরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। আজ সকাল থেকে পৃথক দুটি স্থানে এই ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে বিতরণের জন্য শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
এছাড়াও নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত খাদ্য সামগ্রী ৩২ জন তৃতীয় লিঙ্গের মাঝে বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ