লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র ঈদ-উল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট সাতদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বলেন, পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার সকাল ৯টা থেকে যথারিতি নিয়মে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় দুই দেশের পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবে।
বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী বলেন, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রফতানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে।
বিডি প্রতিদিন/এমআই