ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত ও অপর এক নেতা আহত হয়েছেন। এজন্য বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আয়োজন করা ইফতার মাহফিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান (৫২)। তিনি গোপালপুর গ্রামের গণি খানের ছেলে। অপর আরোহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান দুর্ঘটনায় আহত হয়েছেন।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদুর রহমান জানান, স্থানীয় গোপালপুর কবরস্থান মসজিদ চত্বরে বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের জন্য কাশিয়ানী থেকে বাজার করে মোটরসাইকেলে ফিরছিলেন ওই দু’জন।
পথিমধ্যে চালকের আসনে থাকা শফিকুল খান শুকুরহাটা এলাকায় আসলে চলন্ত অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের সার্টারে ধাক্কা খায়। এতে গুরুতর আহত শফিকুল খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার কারণে দলীয় ওই ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর