কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং বালুখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল হুইস্কি) ও ৬৬ ক্যান ডাইয়াব্লু বিয়ারসহ ইমাম হোসন (১৯) নামে এক যুবককে আটক করেছে।
আজ সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হচ্ছে হোয়াইক্যং ইউনিশনের ২ নং ওয়ার্ড বালুখালী এলাকার হাবিবুল্লাহ ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন গণমাধ্যম
এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সীমান্ত হতে একটি অটোরিক্সা (সিএনজি) যোগে মাদকদ্রব্য বহন করে কক্সবাজারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বালুখালীর উত্তরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির একপর্যায়ে একটি অটোরিক্সা (সিএনজি) চেকপোস্টে আসলে একজন যুবক অটোরিক্সা ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। পরে অটোরিক্সাটি তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে বিদেশী বিয়ার ও মদের বোতল পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএ