ফেনী মডেল থানার আওতায় থাকা গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১০৩ জনকে এ উপহার তুলে দেওয়া হয়। এদের মধ্যে ২১ জন নারী ও ৮২ জন পুরুষ গ্রাম পুলিশ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বদরুল আলম মোল্লা ও ফেনী সদর সার্কেল অং ফ্রো থোয়াই মারমা।
এছাড়াও ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা আবদুর রহীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও তাহের প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই