বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও দেখা দেয়নি কোনো ধরনের যানজট। যে কারণে ভোগান্তি ছাড়াই এবার ঘরে ফিরছে ঈদে ঘর মুখো মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা, হাটিকুমরুল ও চান্দাইকোনা এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে বিপুল সংখ্যক যানবাহন যাচ্ছে। তবে বাসগুলোর সবই ছিল যাত্রী শূন্য। একই সঙ্গে ঢাকা থেকে উত্তর-দক্ষিণবঙ্গের দিকেও গাড়ির চাপ ছিল চোখের পড়ার মতো।
ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী যানবাহনের সংখ্যা বাড়ছে। পুলিশের তৎপরতার কারণে গাড়িগুলো মহাসড়কের কোথাও লেন পরিবর্তন করতে পারছে না। দুইলেনেই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন জানান, যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ক্রমশই বেড়েই চলেছে। গাড়ি যেমন ঢাকা থেকে আসছে তেমনি ঢাকার দিকেও যাচ্ছে। গাড়ির চাপ থাকলেও দিনভর কোনো প্রকার যানজট হয়নি। যাত্রী বা চালকদের কোনো ভোগান্তিই হয়নি। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৪৯০ সদস্য মহাসড়কের দায়িত্ব পালন করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর