ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা (লিগ্যাল এইড) দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বর্ণ্যাঢ্য র্যালি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালতের কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
এতে বিচারকরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকার বিনামূল্যে দেশের দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিচ্ছে। যার মাধ্যমে বঞ্চিত মানুষের ন্যায় বিচার প্রাপ্তির পথ অনেক সহজতর হয়েছে। তাই জনকল্যাণে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তৃণমূলের সকলকে জানান দিতে হবে।
বিডি প্রতিদিন/এমআই