পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বাড়ছে। ঈদে ঘরেফেরা মানুষেরা আজ বৃহস্পতিবার বড় ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন। এই নৌরুটে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে পাটুরিয়া ঘাটে ছোট গাড়ি ছাড়া বড় গাড়ির চাপ তেমন নেই। তবে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে অনেক।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৪টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করতে ২১টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ১৮শ’ ছোট গাড়ি, ৩শ’ ৮০টি ট্রাক এবং ২শ’ ৭০টি বাস পার করা হয়েছে। পর্যাপ্ত ফেরি থাকায় আশা করছি যাত্রীদের কোন রকম ভোগান্তি হবে না।
বিডি-প্রতিদিন/শফিক