রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত অসহায় নারী ও দুস্থদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন একটি মাঠে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শাড়ি বিতরণ করা হয়। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পল্লীতে বসবাসরত ১৫শ এবং দৌলতদিয়াতে বসবাতরত শতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে শাড়ি তুলে দেন।
ঈদ উপহার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি এম রাশেদুল হক, অসহায়ন নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।
ঈদের আগে নতুন শাড়ি পেয়ে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন যৌনপল্লীর বাসিন্দারা।
বিডি প্রতিদিন/এএ