মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনে চাপ গত কয়েকদিনের তুলনায় আজ কম রয়েছে। তবে ফেরি স্বল্পতায় স্বাভাবিক যানবাহনের চাপ মাঝে মাঝে অতিরিক্ত যানবাহনের চাপে অস্বাভাবিক হয়ে পরে। তবে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছোট-বড় ৩০টি যানবাহন।
গত বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে দুটি ফেরি যুক্ত করা হয়েছে। এ আগে মোট ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। গত পবিত্র ঈদুল ফিতরে যেখানে ১৩-১৪টি ফেরি দিয়ে যান পারাপার করা হতো, সেখানে মাত্র ৯টি ফেরি দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, বর্তমানে মোট ৯টি ফেরি পারাপারে কাজ করছে। গত কয়েক দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। বাংলাবাজার নৌরুটে পাঁচটি ও মাঝিরকান্দা নৌরুটে তিনটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোটের যাত্রী পারাপারের সংখ্যা বেড়েছে। ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে মানুষ লঞ্চ ও স্পিডবোটে যাতায়াত করছে। ভোর থেকে ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর