লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মুসলিম মেম্বারের তৃষা স্টুডিও ও কাঠের দোকানে আগুন জ্বলতে দেখে রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে মোট ৫টি দোকান পুড়ে গেছে। এছাড়া আবাসিক এলাকা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহাব মিয়া বলেন, প্রাথমিকভাবে আগুনে পাঁচটি দোকানের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ