কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক করেছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল নাইট্যংপাড়াস্থ এলাকায় যানবাহনে তল্লাশিকালে হ্নীলা ইউনয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৯)
কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম