ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যাত্রীর চাপ বাড়ছে।
শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়াতে আসছে এসব যাত্রী ও চালকেরা। ফেরিঘাটে আসা বেশিরভাগ যাত্রীরা ব্যক্তিগত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে আসছে বলে দেখা যাচ্ছে। তবে দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় কোন যাত্রীবাহী ও ঢাকামুখী বাস সিরিয়ালে দেখা যায়নি।
দৌলতদিয়া ফেরিঘাটা আসা যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দৌলতদিয়া প্রান্তের ব্যবস্থাপনা ভালো। পাটুরিয়া থেকে ফেরিতে করে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আসলাম। সেখানে থেকে নিজের বাইকে করে বাড়ির দিকে যাচ্ছি। তবে লঞ্চে আসা যাত্রীদের ভাড়া বৃদ্ধির অভিযোগ শোনা গেছে। এসব যাত্রীরা অভিযোগ করে বলেন, লঞ্চঘাটে আসার সময় পণ্য পরিবহনের জন্য জোর করে ভাড়া আদায় করা হচ্ছে। ব্যাটারিচালিত মাহেন্দ্রে ভাড়া নিচ্ছে অনেক বেশি।
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন