ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক উসমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষাশেষে বাড়িফেরার পথে ফুলপুর বাসস্ট্যান্ডে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই মোটরসাইকেলওয়ালাকে দিয়েই হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলওয়ালা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে রেখে কেটে পড়ে। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রিকশায় উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তার বাড়ি তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা কুঁড়েরপাড় গ্রামে। বাড়িতে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যুর সময় উসমান (৬০) অসুস্থ স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান রেখে গেছেন।
বিডি প্রতিদিন/কালাম