কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে মাইক্রোবাসের চাপায় সখিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার সকালে পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সখিনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মৃত তোরাব আলীর মেয়ে। ত্রাণের কাপড় আনতে যাবার সময় পুলেরঘাট বাজারে রাস্তা পার হওয়া সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানন, কোনও অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম