গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের (প্রতিবন্ধী) ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার বান্দল গ্রামে অবস্থিত মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও পোলার চালসহ নানা ধরনের ঈদ সামগ্রী ও নগদ ৫০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, বীর মক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, শ্রমিক লীগ নেতা বশির বিন সামচুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/এমআই