ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে একাতাবদ্ধ সংগঠন। এ উপলক্ষে শুক্রবার বেলা এগারোটার দিকে চরভদ্রাসন সরকারি কলেজের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি নাজমুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সবুর কাজল ও জহিরুল হক সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সামিউল আমিন গালিব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উষ্মী আক্তার ও শাহ উয়ালিউল্লাহ।
শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত দুই বছর ধরে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কাজ করে আসছে একতাবদ্ধ সংগঠন।
বিডি প্রতিদিন/এমআই