জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের নিজেস্ব অর্থায়নে জেলার বিএনপির প্রয়াত নেতাদের জন্য দোয়া ও তাদের পরিবারের নিকট সম্মাননা ক্রেষ্ট, ঈদ উপহার সামগ্রী ও ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এসব দেওয়া হয় ।
এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির যুগ্ম আহবাহক আব্দুল ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়ার রহমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেয়াজ কবির শুভ্র, সাবেক জেলা যুবদলের কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
বিডি প্রতিদিন/এএ