বগুড়ার কাহালু উপজেলায় নিহত বিএনপি নেতা ঠান্ডু ও গুলিবিদ্ধ বিএনপি নেতা হায়দার আলীর বাড়ীতে বিএনপি থেকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ঈদ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. রেজাউল করিম (বাদশা)।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ এ কে এম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুল হক সজল, কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, বিএনপি নেতা আব্দুল হান্নান, মাহবুবুর রহমান, আলহাজ্ব শহিদুল আলম সুলতান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহম্মেদ রনি, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন ।
বিডি প্রতিদিন/এএ