ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা। পরে তিনি শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় যানজট বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসম তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নিরসনে এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছেন।
নুরে আলম মিনা আরও বলেন, বিগত একমাস ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবার মহাসড়কে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভার ও আশুলিয়াতে গাড়ির চাপ একটু বেশি থাকলেও অন্য এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কোথাও গাড়ির চাকা থেমে নেই। মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার ও বাইপাসগুলো ইতিমধ্যেই খুলে দেওয়ায় এবং বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ স্বত্বিতে বাড়ি যেতে পারছে।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই