কুমিল্লার লাকসামে ঈশিতা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের নগরীপাড়া মজুমদার বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৃত ঈশিতা ওই গ্রামের রফিকুর রহমানের ছেলে প্রবাসী শামীম আহমেদের স্ত্রী ও মনোহরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের ইমাম হোসের মেয়ে। পরকীয়ার জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শাহিন।
জানা যায়, চার বছর পূর্বে প্রবাসী শামীমের সঙ্গে ঈশিকার বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর স্ত্রীকে দেশে রেখে প্রবাসে যান শামীম। দুই বছর পূর্বে তিনি দেশে ফিরে নিজ বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেন। ভবন নির্মাণে রাজমিস্ত্রী হিসাবে কাজ করতেন একই গ্রামের আবদুর রহিমের ছেলে নাহিদ (১৮)। ধীরে ধীরে পরিবারের লোকজনের অন্তরালে নাহিদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে ঈশিকা। বিষয়টি জানাজানি হলে পরিবারে অশান্তি দেখা দেয়া হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় মোবাইল ফোনে কথা বলার পর স্বামীর সাথে অভিমানে গৃহবধূ ঈশিতা বিষপানে আত্মহত্যা করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূ ঈশিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ