বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর থেকে টোলপ্লাজা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারির তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেলের যাত্রী ও চালকরা। বিকালে এ চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এ দৃশ্য দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জান গেছে, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতুতে ৩-৪টি লেন চালু রাখা হয় টোল আদায়ের জন্য। কিন্তু ঈদকে সামনে রেখে এই মহাড়কে প্রায় কয়েকগুণ যানবাহন চলাচল বেড়ে যায়। তাই যানজটমুক্ত রাখতে সেতুতে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের জন্য সাতটি লেনে টোল আদায় করা হচ্ছে।
এছাড়া মোটরসাইকেলের জন্য গোলচত্বর থেকে বাম দিকের রাস্তা দিয়ে আলাদা দুই লেন করা হয়েছে। তারপরও অতিরিক্ত মোটরসাইকেলের কারণে পুরোপুরি লেন দুটি বন্ধ হয়ে গেছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন