লালমনিরহাটে শ্বশুরবাড়ির একটি গাছ থেকে নাদিম ইসলাম (২৬) নামে এক জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে জেলার সদর উপজেলার হারাটি ইউনিয়নের সরকারটারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মজমুল হকের ছেলে।
জানা গেছে, শ্বশুর বাড়ি থেকে হকারি করে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন নাদিম ইসলাম। শনিবার সকালে শ্বশুরবাড়ির একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরের পর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও এ ঘটনায় নাদিম ইসলামের পরিবারের বা তার শ্বশুরবাড়ি পক্ষের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক