নারায়ণগঞ্জ বন্দরে বাসচাপায় মোবারক (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত মোবারক নাসিক ২৭ নং ওয়ার্ড বন্দরের মুরাদপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিহত মোবারক মুরাদপুর নিজ বাড়ি থেকে কাঁচপুর বিসিক এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ স্ট্যান্ডে গিয়ে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন। এসময় পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে ওঠার সময়ে ঢাকা-গৌরীপুর রুটের জৈনপুর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৫৩৯) পেছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মোবারকের মৃত্যু হয়।
এসময় পথচারী ও স্থানীয়রা বাসটি আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও কাঁচপুর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। সোনারগাঁও কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। মোবারকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক