ঈদ শেষে কর্মস্থলে ফিরতে সড়ক ও নৌপথে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ নাগরিকরা। ঈদ শেষে বৃহস্পতিবার থেকেই কর্মস্থল-মুখী লোকজনের চাপ লক্ষ্য করা যায়। নৌপথে ভোগান্তি শেষে গাড়ি না থাকায় সড়ক পথেও যাত্রীদের চরম ভোগান্তি।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে ফেরার অন্যতম পথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ও পাটুরিয়া ঢাকা সড়ক পথ। সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রী ও যানবাহনের চাপ। যাত্রীরা লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে পার হতে হচ্ছে।
পাটুরিয়া ঘাট এলাকায় এসে যানবাহনের স্বল্পতার কারণে চরম ভোগান্তিতে পরে কর্মস্থল-মুখী যাত্রীরা। অনেকেই বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে এবং দাঁড়িয়ে ঢাকামুখী যাচ্ছেন। শনিবার বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা যায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ট্রাকে করে ঢাকামুখি যাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকলেও দৌলতদিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর