নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দর্পণ ডোম (৩৫) নামের এক সৎকারকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দর্পণ মাসদাইর সিটি কর্পোরেশন শ্মশান কলোনীর বিরবল ডোমের পুত্র। জানা গেছে, রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎ সংযুক্ত ওয়াইফাই ও ডিসলাইনের তারের সঙ্গে পা পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দর্পণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক