ময়মনসিংহের ফুলপুরে ক্বেরাত সম্মেলন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাও ঘাটপাড় নতুন বাজারে গত শুক্রবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
ক্বেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন পীরে কামিল ক্বারী সুলতান আহমাদ ফুলপুরী। এতে ডা. ফখরুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা লোকমান হোসাইন, হাফেজ মাওলানা ক্বারী মুখলেছুর রহমান, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবুল বাশার, হাফেজ মঞ্জুরুল হক, সংগঠনের সভাপতি মুফতী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, সহসভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সাইফুল ইসলাম ফুলপুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ