মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঙ্গুরপাড়া এলাকায় একই পরিবারের মা এবং দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মা লাভলী আক্তার (৩৫), মেয়ে সোয়া (১৬) ও কথা (১২) ।
জানা গেছে, বড় মেয়ে সোয়া দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং কথা ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর স্বামী আসাদুজ্জামান রবেল পলাতক রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাত ৩টার দিকে প্রতিবেশীরা ঝগড়ার আওয়াজ শুনে। হত্যাকাণ্ডের পর গৃহকর্তা দরজার বাহিরে শিকল লাগিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পলাতক রুবেলকে গ্রেফতার করা হলে মূল বিষয় জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ফারজানা