ময়মনসিংহের ফুলপুরে বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ। শনিবার উপজেলার রূপসী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, রূপসী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে। ফুলপুর থানার বিট অফিসারকে দ্রুত সেখানে প্রেরণ করা হয়। পরবর্তীতে ওসি নিজেও সেখানে যান। গিয়ে দু'পক্ষের অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করলে তারা বিয়ে বন্ধ করে দেয় এবং মুচলেকা দেয়, বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুলপুর থানা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। তথ্য দিন। সেবা নিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন