নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন