নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার সকালে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক রয়েছে রেল যোগাযোগ।
রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রবিবার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরা এলাকার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, ট্রেনটি ১নং লাইন থেকে ২নং লাইনে যাওয়ার সময় পেছনের চাকা লাইনচ্যুত হয়। ফলে ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ