বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর পতিসরে জমিদারি চালাতে এসে মানবসেবার সাথে মানুষের মাঝে স্বাধীনতার চেতনা জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার বেলা ১১টায় নওগাঁর পতিসরের রবীন্দ্রনাথে স্মৃতিবিজড়িত কাছাড়িবাড়ি প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, ছলিম উদ্দিন তরফদার এমপি ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের একজন দিকপাল। বাঙালি জীবনে নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। বাঙালি জীবনের যত বৈচিত্র্য রয়েছে তার পুরোটায় উঠে এসেছে কবিগুরুর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাসে। মানবতার সঙ্কট থেকে উত্তরণে কবিগুরু তার লিখনীতে নির্দেশনা দিয়ে গেছেন। রবীন্দ্র সাহিত্য চর্চা করলে মানব জীবনের নানা সংকট থেকে উত্তরণ সম্ভব।
বিডি প্রতিদিন/নাজমুল