বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় ১৯৪তম রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে এসব অনুষ্ঠান কর্মসূচি আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান জানান, সকাল সাড়ে ৯টায় ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন। অতিথি ছিলেন সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যকরি সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসেবার জন্য রেড ক্রিসেন্ট। এ জন্য সেবার ব্রত নিয়েই রেড ক্রিসেন্টে সম্পৃক্ত হতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল