ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বাজার বাসস্ট্যান্ডে থেমে থাকা চালকবিহীন পরিবহন হঠাৎ চলতে শুরু করায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে জিলানী মুন্সী (১৮) নামক একজনের মৃত্যু হয়েছে। নিহত জিলানী ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ইলিয়াস মুন্সীর পুত্র।
এ ঘটনায় নিহত জিলানী মুন্সীর বন্ধু একই মহল্লার মিরা মুন্সীর ছেলে জিনাল মুন্সী (১৮) আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী একটি গাড়ি ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এসে কিছু সময়ের জন্য থামে। এ সময় চালক গাড়ি থেকে নেমে যায়। চালকবিহীন গাড়িটি হঠাৎ সামনের দিকে চলতে শুরু করে। এ সময় পাশের কাউন্টারে বসে থাকা ঐ ২ জনকে চাপা দেয়। দু'জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিলানী মুন্সীকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ বলেন, চালক পলাতক রয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ