ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন দুপুরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় ওই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম রবিবার এ আর্থিক সহায়তা প্রদান করেন। কাজী সিরাজুল ইসলাম নিহত আকিদুল শেখ ও খায়রুল শেখের বাড়ী ঘোষপুর ইউনিয়নের চরদৈত্যপুর গ্রামে যান। এসময় তিনি নিহত দুই পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমান গ্রুপের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ আসাদুল করিম, ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ আকরামুল করিম, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব মিয়া, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোল্লা মোঃ কামরুল ইসলাম কামরুল, মধুখালী পৌর কমিশনার কামরুজ্জামান বাবু।
গত ৩ মে ঈদের দিন ফরিদপুরের ঘোষপুর ইউনিয়নের গোয়াইল বাড়ী এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত হন চরদৈত্যপুর গ্রামের আকিদুল শেখ ও খায়রুল শেখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন