মানবিক হও- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মদিন উপলক্ষে এ দিবস উদযাপিত হয়।
রবিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এ সময় রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমিন আহম্মেদ চৌধুরী, সেক্রেটারি গোলাম হক্কানি, সদস্য মহসিন আলী যুব প্রধান তারেক দেওয়ান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮মে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয় বিশ্বজুড়ে। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন জেনেভায় জন্মগ্রহণকারী জীন হেনরী ডুনান্টের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ