গাজীপুরের কালিয়াকৈরে মাকিষবাতান এলাকায় শনিবার রাতে কালিয়াকৈর প্রেস ক্লাবের গ্ৰিল কেটে চুরি ঘটনা ঘটেছে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, উপজেলার মাকিষবাতান এলাকায় কালিয়াকৈর প্রেস ক্লাব ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাতের কোনো এক সময় সামনে গ্ৰীল কেটে চুরি হয়েছে। এ সময় প্রেস ক্লাবের ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে । খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী জানান, কালিয়াকৈর প্রেস ক্লাবের সামনের গ্রিল কেটে স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। থানার সামনে এরকম চুরি দুর্ধর্ষ চুরি আসলে বিষয়টা মেনে নিতে পারছিনা। কালিয়াকৈর থানা (ওসি) অপারেশন মনিরুজ্জামান খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ