বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম আলী (১৪), সে বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে ও বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র ছোট তার মা বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সাথে গতকাল শনিবার দুপুর ১২টায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে যায়। তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে থাকে। আছরের নামাজের সময় তারা কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব দক্ষিণ পাাশের বাটির চরের এক ডুবোচরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ছোটর মা মধু বলেন, ছোট সাঁতার জানতো না। পানিতে নেমে বেশি পানির দিকে গিয়ে সে বলে কি মজা বিদায়, খোদা হাফেজ। তারপর সে পানিতে তলিয়ে যায়। তিনি আরো জানান, আমাদের কেউই সাঁতার জানি না। তাই ছোটকে আমরা রক্ষা করতে পারিনি।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল যমুনা নদীতে তল্লাশী চালালেও আজ বিকেল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএ