গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা গুপিনাথপুর এলাকায় রবিবার যাত্রীবাহী বাসের সাথে মাছ বহন করা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সাথে রংপুরগামী একটি মাছ পরিবহনকারী পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের এক পাশের ডালা খুলে ২ মাছ ব্যবসায়ী ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় নিরব মিয়া (৩০) নামের ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান এবং দুলাল মিয়া নামের অপরজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দুলাল মিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি নূরুন্নবী প্রধান জানান, পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। নিহত ও আহতদের নাম পাওয়া গেলেও ঠিকানা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক