নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি একজন মহাপুরুষ। রবীন্দ্রনাথ একজন জমিদার বংশের হয়েও তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। রবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কবিকে বুকে ধারণ করেছিলেন বলেই তিনি সাধারণ মানুষকে ভালোবাসতেন, গান ভালোবাসতেন, কবিতাকে ভালোবাসতেন। আমরা যদি রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করতে পারতাম, তবে আমাদের অবস্থান আরও উন্নতি উচ্চ শিখরে অবস্থান করতো। আমাদেরও উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অনুসরণ করে জীবনকে গড়ে তোলা।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামীম খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র তরু লোদী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর