ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা।
আটককৃতরা হলেন- সালথা পাড়া গ্রামের মৃত আব্দুর রাজেক শেখের পুত্র টিটল মাতুব্বর (৩৩), সালথা পাটপাশা গ্রামের মো.নয়া মুন্সীর পুত্র মো.ফরিদ মুন্সী (২৬) ও শলিথা গ্রামের অনিল বিশ্বাসের পুত্র পল্লব বিশ্বাস ওরফে কালু (২৮)। এসময় তাদের হেফাজতে থাকা ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৬ হাজার ৪০০ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রবিবার বেলা দেড়টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামের সালথা-জয়কালী রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামক মামলা রুজু করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ