কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের রেলিংএ ধাক্কা লেগে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো এক আরোহী। রবিবার দুপুরের দিকে রাজারহাট উপজেলার শরিফ সিনেমা হল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইমন মিয়া (২১)। নিহত ইমন জেলার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে। আহত অপর ব্যক্তির নাম লাদেন ওরফে রায়হান।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, একযোগে চারটি মোটরসাইকেলের আরোহী একসাথে ভ্রমণ শেষে রাজারহাট থেকে কুড়িগ্রামের দিকে ফিরছিলেন।তম্মধ্যে তিনটি মোটরসাইকেল আরোহীরাসহ ইমনের মোটরসাইকেলকে পিছনে রেখে দ্রুত সামনে এগিয়ে যায়। পরে তাদের সাথে একত্রিত হতে ইমনের মোটরসাইকেল চালক পিছন থেকে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটের শরীফ সিনেমা হল সংলগ্ন মোড়ে রেলের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ইমন মারা যান। আহত হন আরো রায়হান নামে অপর আরোহী। এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ