ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের একদিন পর শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক দম্পতি। গত ৫ মে বিকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রাম থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন। নিখোঁজ দম্পতি হচ্ছেন- সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) ও তার স্ত্রী মারিয়া আক্তার (২০)।
এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ফারুকের বাবা কৃষক ইব্রাহিম মিয়া ও মারিয়ার বাবা আবুল কালাম।
নিখোঁজ ফারুকের পিতা ইব্রাহিম মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, উলচাপাড়ার সহজ-সরল প্রকৃতির কৃষক ইব্রাহিম মিয়া ৪ ছেলে ও ৪ মেয়ের জনক। তার ৩য় ছেলে ফারুক মিয়া রাজমিস্ত্রির কাজ করেন। গত এক বছর আগে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রামের আবুল কালামের মেয়ে মারিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন ফারুক মিয়া।
২০ রমজান ফারুকের স্ত্রী মারিয়া বাবার বাড়ি তেলীনগরে ঈদ করতে যায়। ফারুক ঈদের পর দিন ৪ মে তার এক বন্ধুকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে যায় স্ত্রীকে নিয়ে আসতে। এদিন মারিয়া ফিরে আসতে রাজি না হওয়ায় বন্ধুকে বিদায় করে স্ত্রীকে পরদিন নিয়ে আসবে বলে ফারুক শ্বশুর বাড়িতে থেকে যান।
এরপর দিন ৫ মে সকালে ফারুক ও মারিয়াকে বাড়িতে ফিরে আসতে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় শ্বশুর আবুল কালাম উঠিয়ে দেন। কিন্তু সকাল থেকে রাত হলেও তারা ফারুকের বাড়িতে এসে পৌঁছেনি। দুই পরিবারই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে সদর মডেল থানায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক সাধারণ ডায়েরি করেন।
দুটি সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই মো. শওকত হাসান জানান, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। নিখোঁজ স্বামী-স্ত্রীর কেউই মোবাইল ফোন ব্যবহার করেন না। মোবাইল ব্যবহার করলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হতো। আমরা তাদের সন্ধান পেতে তদন্ত চালিয়ে যাচ্ছি।
সদর থানার ওসি এমরান হোসাইন জানান, তারা দু’জনের কেউই ফোন ব্যবহার না করায় তদন্তে অসুবিধা হচ্ছে। তারপরও পুলিশ তাদের উদ্ধারে নানা তৎপরতা অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর