নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বিডি প্রতিদিন/এএ