বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বিআরটিসি বাস তল্লাশি করে ১০ কেজিসহ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা র্যাব-৬। আটককৃতরা হলো খুলনা রুপসার ভেড়িবাঁধ মোকসেদ গলির অস্থায়ী বাসিন্দা আলতাফ সেখ (৫৬) ও একই এলাকার ইমন হাওলাদার (২০)। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
গোপন খবরের ভিত্তিতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল শনিবার বিকেলে কুয়াকাটা থেকে খুলনা গামী বিআরটিসির একটি বাস ফকিরহাট বিশ্বরোড মোড়ে থামিয়ে তল্লশি চালায়। এসময় ১০ কেজি গাঁজাসহ দু’জনকে হাতে-নাতে গ্রেফতার করে। তাদের নিকট থেকে গাঁজাসহ তিনটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ৪২ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদের রবিবার ফকিরহাট থানায় হস্তান্তর করাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার বাজার মূল্য ৬ লাখ টাকা। মামলার পরে দুই আসামিকে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক দু’জনকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
বিডি-প্রতিদিন/শফিক