চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়ায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, সূচীপাড়া উত্তর ইউনিয়নে হাড়ইরপাড় গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে মো. লোকমান হোসেন সূচীপাড়া বাজারের পূর্ব পাশে দৈকামতা গ্রামে সরকারি খাল দখল করেন। সরকারি মালিকানাধীন জায়গায় অবৈধ দখলের ফলে আশপাশের বাড়ি-ঘর ও কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমজাদ হোসেন জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উপজেলার সকল সরকারি খাল ও হালটগুলো দখলমুক্ত করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন