খুলনার খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও আইনজীবী ফজলে হালিম লিটন কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় খালিশপুর মেঘার মোড়ে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এতে ফজলে হালিম লিটন বাম হাতে কবজির নিচে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুইজন ব্যক্তি বাসার সামনে গেটে এসে ‘নেতা নেতা’ বলে ফজলে হালিম লিটনকে ডাকতে থাকেন। তাদের ডাকে ফজলে আলী লিটন গেট খুলে বাইরে বের হলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাতের কবজির ওপরে জখম হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খালিশপুর ক্লিনিক নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিটে ভর্তি করা হয়।
ফজলে হালিম লিটনের স্ত্রী আসমা হালিম বলেন, মাগরিবের নামাজের পর অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি গেটের সামনে এসে লিটনকে ডাকতে থাকে। গেট খুলে বাইরে বের হওয়া মাত্র লিটনের ওপর আক্রমণ করে তারা। একজনের হাতে চাপাতি ও অপরজনের হাতে ছুরি ছিল। তাদের আঘাতে তিনি গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তার সাথে দুর্বৃত্তরাও বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে এলাকাবাসি এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, লিটনকে হত্যার জন্য এ হামলা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে লিটনের বাম হাতের একটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়। তার পেটে আঘাত করা হয়, কিন্তু তেমন গুরুতর নয়। তিনি আরও বলেন, হামলাকারী কারা তা পাশের বাড়ির ভিডিও ফুটেজ সংগ্রহ করলে দেখা যাবে। তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ বিচারের দাবি জানান।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভিডিও ফুটেজ থেকে হামলাকারী শনাক্ত করার চেষ্টা চলছে। তাদেরকে গ্রেফতার করলে ঘটনার নেপথ্যের কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন